উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি : রয়টার্স

পাকিস্তানে বরযাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৮ নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এএফপির।

পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নৌকায় চড়ে বিয়েতে যাচ্ছিলেন এক পরিবারের প্রায় ১০০ সদস্য। তাঁরা পাঞ্জাব প্রদেশের সাদিকাবাদ এলাকার একটি গ্রামে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে ইন্দাস নদী দিয়ে যাচ্ছিলেন।

সাদিকাবাদের মুখপাত্র রানা কাশিফ মাহমুদ বলেন, নৌকাডুবির ঘটনায় ১৮ নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে আছেন।

পুলিশ কর্মকর্তা মোহাম্মাদ হাম্মাদ জানান, পানিতে ডুবে মারা যাওয়াদের অধিকাংশ নারী হবে বলে ধারণা করা হচ্ছে। কারণ ‘অধিকাংশ পুরুষ সাঁতার জানে।’

তিনি বলেন, এখনো অনেক মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলের সড়ক যোগাযোগব্যবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল হওয়ায় যাতায়াতের জন্য প্রায়ই নৌকা ব্যবহার করে থাকেন দেশটির বাসিন্দারা।