ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সর্বোচ্চ আগ্নেয়গিরি মাউন্ট সেমেরুতে অগ্ন্যুৎপাতের ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫৭ জন।

আজ রোববার (৫ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম জাকার্তা পোস্ট এ তথ্য জানিয়েছে। খবর ডেইলি স্টারের।

প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার (৪ ডিসেম্বর) জাভার মাউন্ট সেমেরুতে আকস্মিক অগ্ন্যুৎপাত শুরু হয়। সে সময় কয়েক হাজার অধিবাসী বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

ইন্দোনেশিয়ার ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সির (বিএনপিবি) মুখপাত্র আব্দুল মুহারি বলেন, ‘এখন পর্যন্ত অন্তত ১৩ জন নিহত হয়েছেন। উদ্ধারকারীরা আরও অনেক মরদেহ দেখেছেন।’

অগ্ন্যুৎপাতের ছাইয়ে পূর্ব জাভা প্রদেশের লুমাজাং জেলার অন্তত ১১টি গ্রাম ঢাকা পড়েছে। গত রাতে ধ্বংসস্তূপ থেকে অন্তত ১০ জনকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

অগ্ন্যুৎপাতে অন্তত ৫৭ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে অগ্নিদগ্ধ হয়েছেন ৪১ জন।

গত বছরের ডিসেম্বরেও সেমেরু আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছিল। সে সময়ও কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন।