যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বলেছে, করোনাভাইরাসের উৎস হয়তো কোনো দিনও জানা যাবে না। তারা বলছে, এই ভাইরাস কোনো জৈব অস্ত্র নয়। ২৯ নভেম্বর (শুক্রবার) প্রকাশিত এক নথিতে এসব মন্তব্য করা হয়েছে। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ইউএস ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ওডিএনআই) বলেছে, প্রাকৃতিক উৎস কিংবা গবেষণাগার থেকে মানুষের ছড়ানোর তত্ত্ব উড়িয়েও দেওয়া যায় না, আবার মেনেও নেওয়া যায় না। প্রতিবেদনে আরও বলা হয়, উহানের যে গবেষণাগারটিকে সন্দেহ করা হচ্ছে, তার সঙ্গে ভাইরাসটিতে আক্রান্ত ব্যক্তিদের প্রত্যক্ষ কোনো যোগসূত্র ছিল না।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের চারটি গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত একটি পর্যালোচনা দল বিষয়টি খতিয়ে দেখেছে। তারা মনে করে, করোনাভাইরাসে আক্রান্ত কোনো প্রাণীর শরীর থেকেও মানুষে ভাইরাসটি ছড়ানোর তত্ত্বটি ততটা নির্ভরযোগ্য নয়। তবে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা মনে করে, গবেষণাগার থেকেই প্রথম মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়। এবং তা ঘটেছে দুর্ঘটনার কারণে।