ব্রাজিলের বন্যাকবলিত এলাকা। ছবি: সংগৃহীত

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পার্নামবুকো রাজ্যে প্রবল বৃষ্টিপাত ও বন্যায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। খবর বাসসের।

দেশটির নাগরিক প্রতিরক্ষা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, গত বুধবার থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত ওই রাজ্যে ৩৪ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। শনিবার সকালে বড় ধরনের ভূমিধসে ১৯ জনের মৃত্যু হয়।

প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রায় এক হাজার মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে।

এদিকে দুর্যোগপূর্ণ পার্নামবুকো রাজ্যে গত রোববার থেকে দেশটির জাতীয় আবহাওয়া ইনস্টিটিউট রেড অ্যালার্ট জারি রেখেছে।

মেয়র কার্যালয় থেকে বলা হয়েছে, শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত পার্নামবুকো রাজ্যে ২৩৬ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া অফিস আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এ কারণে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছে পার্নামবুকো রাজ্যের পানি ও আবহাওয়া সংস্থা।