নিহত পলাশ আহমেদ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পুকুরে ডুবে পলাশ আহমেদ নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। খবর দ্য ডেইলি স্টারের।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুর থেকে রোববার (২৯ মে) দুপুরে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, পলাশ নামের ওই ছাত্রকে হাসপাতালে আনা হলে বেলা দুইটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পলাশ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

পলাশের সঙ্গে সাঁতার কাটছিলেন তাঁর বন্ধু নাফিউল। তিনি বলেন, ‘আমি পলাশের একটু সামনে ছিলাম। পুকুরের যে পাশে আমরা যাওয়ার উদ্দেশে সাঁতার কাটছিলাম, সে পাশের কাছে গিয়ে পেছনে তাকিয়ে দেখি, সে হাঁপাচ্ছে। এরপর সে ডুবে গেলে আমি চিৎকার দিয়ে উঠি। তখন হলের বড় ভাইয়েরা এসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।’

পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন।