২২ আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে নেপালের একটি উড়োজাহাজ।

নেপালের পোখরা থেকে জমসমের দিকে যাওয়ার সময় রোববার (২৯ মে) সকালে এ ঘটনা ঘটে। খবর সমকালের।

উড়োজাহাজে ১৯ জন যাত্রী, ৩ ক্রুসহ মোট ২২ জন আরোহী ছিলেন।

সকাল ৯টা ৫৫ মিনিট থেকে বিমানটির সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। এটি এখন কোথায় আছে, তা-ও বোঝা যাচ্ছে না।

বিমানটির আরোহীদের মধ্যে ১৩ জন নেপালের নাগরিক, ৪ জন ভারতের, ২ জন জার্মানির নাগরিক এবং ৩ জন ক্রু ছিলেন।

নিখোঁজ বিমানের খোঁজে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুটি হেলিকপ্টার মোতায়েন করেছে। এ ছাড়া সেনাবাহিনীর একটি হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে।

নেপাল সেনাবাহিনীর মুখপাত্র নারায়ণ সিলওয়াল জানিয়েছেন, সেটি মুস্তাংয়ের উদ্দেশে রওনা হয়েছে। এই অঞ্চলেই নিখোঁজ বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে।