সিরিয়ার দামেস্কে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১৫ জন নিহত হয়েছেন। শনিবার (১৮ ফেব্রুয়রি) দিবাগত রাতে হওয়া এই হামলায় একটি ভবনও ধ্বংস হয়ে গেছে।

সিরিয়ার যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ক্ষেপণাস্ত্রটি একটি ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের কাছাকাছি আঘাত করেছে। এতে বেসামরিক নাগরিকসহ ১৫ জন নিহত হয়।

শনিবার দিবাগত রাতে সিরিয়ার কাফর সুসা এলাকায় এ ক্ষেপণাস্ত্র হামলা হয়। ঘটনাস্থলে মূলত নিরাপত্তা সংস্থা ও গোয়েন্দা সদর দপ্তরগুলোর অবস্থান।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘দিবাগত রাত ১২টা ২২ মিনিটের দিকে ইসরায়েলি শত্রুরা দামেস্ক এবং আশপাশের বিভিন্ন এলাকা লক্ষ্য করে গোলান মালভূমি থেকে বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে আবাসিক এলাকাও আছে।’

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, হামলায় একটি ১০তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভবনের নিচের দিকের তলাগুলোর অবকাঠামো ভেঙে পড়েছে।