ফরাসি ফুটবলার করিম বেনজেমা। ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো ফরাসি তারকা করিম বেনজেমা প্রথমবারের মতো ব্যালন ডি’অর ট্রফি জিতেছেন।

প্যারিসে সোমবার (১৭ অক্টোবর) রাতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বেনজেমার হাতে ট্রফি তুলে দেন সাবেক ফরাসি তারকা জিনেদিন জিদান।

নারী বিভাগে এই ট্রফি ধরে রেখেছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা অ্যালেক্সিয়া পুতেয়াস।

১৯৯৮ সালে জিদানের পর প্রথম ফরাসি খেলোয়াড় হিসেবে ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী এই পুরস্কার জিতলেন বেনজেমা।

গত মৌসুমে রিয়ালের হয়ে ৪৬ ম্যাচে করেছেন ৪৪ গোল। ক্লাবকে উপহার দিয়েছেন চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা শিরোপা। এর মধ্যে ১৫টি গোল ছিল চ্যাম্পিয়নস লিগে।

পিএসজি ও চেলসির বিপক্ষে নকআউট পর্বে বেনজেমার হ্যাটট্রিকেই রিয়াল খাদের কিনারা থেকে নিজেদের রক্ষা করে শেষ পর্যন্ত শিরোপা ঘরে তুলে। সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুই লেগে করেছেন তিন গোল।