এবারের আসরে টানা চার জয়ে সেমির টিকিট পেল পাকিস্তান

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১ থেকে প্রথম দল হিসেবে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। গতকাল মঙ্গলবার নামিবিয়াকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। এবারের আসরে টানা চার ম্যাচ জিতে শেষ চার নিশ্চিত করে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। খবর বাসসের।

এদিকে গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের।

এবারের আসরে শুরু থেকেই দুর্দান্ত খেলছে পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচেই ভারতকে ১০ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা বাবরের দল একে একে হারায় নিউজিল্যান্ড, আফগানিস্তান ও নামিবিয়াকে। ৪ খেলায় ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ-২এ টেবিলের শীর্ষে থেকে সেমির টিকিট পায় পাকিস্তান। আর ৩ খেলা শেষে ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে নামিবিয়া।

আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। ব্যাট হাতে পাকিস্তানকে দুর্দান্ত সূচনা এনে দেন দলের দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও অধিনায়ক বাবর আজম।

১৪ দশমিক ২ ওভার ব্যাট করে ১১৩ রান যোগ করেন রিজওয়ান ও বাবর। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৯ ইনিংসে এই নিয়ে পঞ্চমবারের মতো জুটিতে শত রান যোগ করেন তাঁরা। যেকোনো উইকেট জুটিতে সবচেয়ে বেশি শত রানের বিশ্ব রেকর্ড গড়েন রিজওয়ান ও বাবর। যেকোনো উইকেট জুটিতে চারবার করে শত রান করেছেন ভারতের শিখর ধাওয়ান-রোহিত শর্মা এবং নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল-কেন উইলিয়ামসন জুটি।

দলীয় ১১৩ রানে বাবরের বিদায়ে প্রথম উইকেট হারায় পাকিস্তান। টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২৩তম হাফ-সেঞ্চুরি তুলে নামিবিয়ার দক্ষিণ আফ্রিকান পেসার ডেভিড ওয়াইজের বলে আউট হওয়ার আগে ৪৯ বলে ৭টি চারে ৭০ রান করেন বাবর।

তিন নম্বরে নেমে ৫ রানে ফেরেন ফখর জামান। তবে তৃতীয় উইকেটে ২৬ বলে অবিচ্ছিন্ন ৬৭ রান যোগ করে পাকিস্তানকে বড় সংগ্রহ এনে দেন রিজওয়ান ও মোহাম্মদ হাফিজ। শেষ পর্যন্ত ২০ ওভারে ২ উইকেটে এবারের আসরের দ্বিতীয় সর্বোচ্চ ১৮৯ রান পায় পাকিস্তান।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১০ম হাফ-সেঞ্চুরির ইনিংসে ৫০ বল খেলে ৮টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৭৯ রান করেন রিজওয়ান। ১৬ বলে অপরাজিত ৩২ রান করেন হাফিজ। তাঁর ইনিংসে ৫টি চার ছিল। নামিবিয়ার ওয়াইজ ও জান ফ্রাইলিঙ্ক ১টি করে উইকেট নেন।

জবাবে পাকিস্তানি বোলারদের সামনে সুবিধা করতে পারেনি নামিবিয়ার ব্যাটাররা। উইকেট ধরে খেলতে গিয়ে আস্কিং রেটের সাথে পাল্লা দিতে পারেননি তারা। তারপরও ২০ ওভারে ৫ উইকেটে ১৪৪ রান তুলতে সক্ষম হয় নামিবিয়া।

দলের পক্ষে ওয়াইজ সর্বোচ্চ অপরাজিত ৪৩ এবং ক্রেইগ উইলিয়ামস দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন। পাকিস্তানের হাসান-ইমাদ-রউফ ও শাদাব ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন পাকিস্তানের রিজওয়ান।

গ্রুপ পর্বে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে আগামী ৭ নভেম্বর স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। আর নিজেদের চতুর্থ ম্যাচে আগামী ৫ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে নামিবিয়া।