বরিশাল সদর নৌ থানার অভিযানে উদ্ধার হওয়া মাছ এতিমখানা ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়। ছবি: নৌ পুলিশ

মেঘনা নদীর বিভিন্ন শাখায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নেমে মঙ্গলবার ৫৭ লাখ ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে বরিশাল সদর নৌ থানা।

একই দিনে ১৯৫ কেজি মাছ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত জালের আনুমানিক মূল্য ১৭ কোটি ১০ লাখ ১৫ হাজার টাকা। মাছের দাম ধরা হয় সাড়ে ৯৭ হাজার টাকা।

এই ঘটনায় এক আসামিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একটি মাছ ধরার নৌকাও ধ্বংস করা হয়।

উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মাছ এতিমখানা ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়।