কার্তিক মেইয়াপ্পন। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ায় চলমান অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করলেন সংযুক্ত আরব আমিরাতের ডানহাতি লেগ স্পিনার কার্তিক মেইয়াপ্পন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) প্রথম রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করেন ২২ বছর বয়সী মেইয়াপ্পন।

এ দিন টস জিতে প্রথমে বোলিং করতে নামে আরব আমিরাত। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫২ রান করে শ্রীলঙ্কা। ইনিংসের ১৫তম ওভারে টানা তিন বলে রাজাপাকসে, আসালাঙ্কা ও শানাকাকে আউট করে হ্যাটট্রিক করেন মেইয়াপ্পন।

জবাবে ব্যাট করতে নেমে ৭৩ রানে গুটিয়ে যায় আমিরাতের ইনিংস।

পুরুষ বিভাগে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে আইসিসির সহযোগী দেশের প্রথম খেলোয়াড় হিসেবে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে হ্যাটট্রিকের নজির গড়লেন মেইয়াপ্পন। আরব আমিরাতের হয়ে প্রথম এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৯তম ক্রিকেটার হিসেবে রেকর্ড বইয়ে নাম লেখালেন মেইয়াপ্পন।