বরিশালের হিজলা নৌ ফাঁড়ির অভিযানে উদ্ধার হওয়া অবৈধ কারেন্ট জাল। ছবি: নৌ পুলিশ

মেঘনা নদীর বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে মঙ্গলবার ৫৫ লাখ ৩০০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে বরিশালের হিজলা নৌ ফাঁড়ি।

একই দিনে উদ্ধার করা হয় ২৩০ কেজি মাছ।

উদ্ধারকৃত জালের আনুমানিক মূল্য ১৬ কোটি ৫০ লাখ ৯ হাজার টাকা। মাছের দাম ধরা হয় ৬৯ হাজার টাকা।

এ ঘটনায় ৭ আসামিকে মোবাইল কোর্টের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাঁচজনকে মুচলেকায ছেড়ে দেওয়া হয় এবং একজনের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দেয়া হয়।

উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মাছ এতিমখানা ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়।