পুলিশের হেফাজতে গ্রেপ্তার তিন ডাকাত। ছবি: বাংলাদেশ পুলিশ।

সিলেট জেলার বিশ্বনাথ থানার পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে বিপুল সরঞ্জাম, দেশীয় অস্ত্র, পিকআপ গাড়িসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে।

২৮ ডিসেম্বর রাত আনুমানিক আড়াইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের দাশপাড়া কালা শাহ মাজারের সামনে থেকে বিশ্বনাথ থানাপুলিশের একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে দুলাল মিয়া (২৭), ইয়াহিয়া আহমদ (২৩) ও মো. শাকিল আহমদ শাকিম (৩২) নামের তিন ডাকাতকে গ্রেপ্তার করে।

তাদের হেফাজত থেকে চাইনিজ কুড়াল, রড কাটার গ্রাইনডার, ওয়েলডিং মেশিন এবং ডাকাতির পিকআপ গাড়িসহ ৩৩ ধরনের আলামত জব্দ করা হয়।
গ্রেপ্তার আসামিরাসহ ৫ জন এজাহারনামীয় আসামির বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মামলা হয়েছে।

গ্রেপ্তার আসামিরা আন্তঃ বিভাগীয় ডাকাত দলের সক্রিয় সদস্য।

তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ২৮ ডিসেম্বর রাতে বিশ্বনাথ টেংরা এলাকায় ডাকাতির জন্য সমবেত হয়েছিল।প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতে সপোর্দ করা হয়।