জব্দ করা গাঁজা। ছবি : ডিএমপি নিউজ

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থেকে ৪২ কেজি গাঁজা, একটি পিকআপ ভ্যানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ (ডিবি)। তাঁরা হলেন মো. আজিম, মহসিন ও মো. রাকিব।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। খবর ডিএমপি নিউজের।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম লিডার সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এফডিসির প্রবেশ গেটের সামনে রাস্তা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

জব্দ করা পিকআপ ভ্যান। ছবি : ডিএমপি নিউজ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার আসামিরা পিকআপ ভ্যানে বিশেষ কায়দায় ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে রাজধানীর কারওয়ান বাজার, বাড্ডা, ভাটারা, হাতিরঝিলসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তাঁদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে।