পুলিশের হেফাজতে গ্রেপ্তার তিন আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ।

রাজবাড়ী জেলার পাংশা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান ওরফে মুকু হত্যা মামলার আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানার পুলিশ। তাঁদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও দুটি ককটেল উদ্ধার করা হয়।

গত ৩০ এপ্রিল পাংশা থানাধীন কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় শিক্ষক মিজানুর রহমানকে কতিপয় দুষ্কৃতকারী হত্যা করেন। সাতজন হত্যাকাণ্ডে অংশ নেন এবং একজন সংবাদদাতা হিসেবে উপস্থিত থাকেন।

পুলিশ এর আগে ৫ জনকে গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি একনলা বন্দুক ও ২টি তাজা কার্তুজ উদ্ধার করে।

আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিকে গ্রেপ্তার এবং আরও অস্ত্র উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়।

এরই ধারাবাহিকতায় গতকাল ৬ মে রাত সাড়ে ১১টার দিকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৩ জন আসামিকে গ্রেপ্তার করে পাংশা মডেল থানার পুলিশ। তাঁদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ২টি ককটেল বোমা উদ্ধার করা হয়।