লিওনেল মেসিকে গার্ড অব অনার দেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত

৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ খরা ঘুচেছে। আর এই অভিযানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। সাত গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে তিনটি গোল করিয়ে নির্বাচিত হয়েছেন বিশ্বকাপের সেরা ফুটবলার। বিশ্বকাপের পর বড়দিনের ছুটি কাটিয়ে বুধবার (৪ জানুয়ারি) প্যারিসে ফেরেন মেসি। আর সেখানেই তাঁকে গার্ড অব অনার দেন ক্লাব সতীর্থ ও কর্মকর্তারা।

এ দিন আর্জেন্টাইন মহাতারকাকে বরণ করে নিতে বেশ প্রস্তুতি নেয় পিএসজি। অনুশীলনে নামার সময় মেসিকে দুই পাশে দাঁড়িয়ে গার্ড অব অনার দিয়ে বরণ করে নেন সতীর্থরা। তখন মেসির হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। পরে স্মারক হাতে ছবিও তুলেছেন মেসি। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে পিএসজি।

মেসিকে স্বাগত জানাতে অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। তিনিও বন্ধু মেসিকে বরণ করে নেন। কিন্তু ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। মেসি ছুটি কাটিয়ে ক্লাবে ফেরার দিনে ছুটিতে গেছেন এই ফরাসি তারকা।