সভায় সভাপতিত্ব করেন বিএমপির উপপুলিশ কমিশনার (উত্তর) বি এম আশরাফ উল্যাহ তাহের। ছবি : বাংলাদেশ পুলিশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উত্তর বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএমপির উপপুলিশ কমিশনার (উত্তর) বি এম আশরাফ উল্যাহ তাহের।

সভায় গত মাসের অপরাধ তথ্য পর্যালোচনা করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার, তদন্তাধীন মামলা দ্রুত নিষ্পত্তি এবং জঙ্গিবাদ-সংক্রান্ত আগাম তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন বিএমপির উপপুলিশ কমিশনার।

বিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) মো. ফারুক হোসেন, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) নাফিছুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া) মো. সরওয়ার হোসেন, এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।