পুলিশ স্টাফ কলেজ ভবন। ছবি: ডিএমপি নিউজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে (অষ্টম ব্যাচ) মাস্টার অব অ্যাপ্লায়েড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট (এমএসিপিএম) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা, নন-পুলিশ কর্মকর্তাদের (ক্যাডার/নন-ক্যাডার বেসামরিক, সামরিক কর্মকর্তা, আইনজীবী ও অন্যান্য পেশাজীবী) মধ্যে যাঁদের নিম্নবর্ণিত যোগ্যতা রয়েছে, তাঁরা এই মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

ভর্তির যোগ্যতা: পুলিশ পরিদর্শক এবং তদূর্ধ্ব কর্মকর্তাদের দুই বছরের চাকরির অভিজ্ঞতা। নন-পুলিশ কর্মকর্তাদের জন্য তিন বছরের চাকরির অভিজ্ঞতা। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে তিন বা চার বছরের স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি।

বর্ধিত আবেদনের সময়কাল ১০ ডিসেম্বর নাগাদ। বর্ধিত ভর্তি ফরম জমা দেওয়ার শেষ তারিখ ১০ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ভর্তির ফরম www.psc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

যোগাযোগ: এমএসিপিএম অফিস। কক্ষ নম্বর: ৪০৮, পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ, মিরপুর-১৪, ঢাকা-১২০৬। মোবাইল: নম্বর ০১৭১১-৩০৫২০৬, ০১৩২০-২১৬২১৩। ইমেইল: macpm.psc@gmail.com