শেরপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সোমবার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চলমান ভোট গ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। ছবি: শেরপুর জেলা পুলিশ

শেরপুর জেলা পরিষদ নির্বাচন-২০২২ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষ্যে আজ সোমবার নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটকেন্দ্রগুলোর চলমান ভোট গ্রহণ কার্যক্রম পরিদর্শন করেছেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

ভোটকেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। ছবি: শেরপুর জেলা পুলিশ

পরিদর্শনকালে ভোটকেন্দ্রের আশপাশের এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণসহ নির্বাচনে দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সদের সর্বদা সজাগ দৃষ্টি এবং তৎপরতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার।
ভোট গ্রহণ কার্যক্রম পরিদর্শনকালে অফিসার ও ফোর্সদের দিকনির্দেশনা দেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। ছবি: শেরপুর জেলা পুলিশ

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন অফিসারবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।