পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ছবি: সংগৃহীত

তিন শীর্ষ ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ না থাকা সত্ত্বেও স্বাগতিক বাংলাদেশকে আসন্ন টেস্ট সিরিজে হালকাভাবে নিতে রাজি নন সফরকারী পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম। খবর বাসসের।

ইতিমধ্যে সিরিজ থেকে ছিটকে গেছেন ওপেনার তামিম ইকবাল। অপরদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্টে অপরাজিত ১৫০ রান করা মাহমুদউল্লাহ রিয়াদ অবসর নিয়েছেন টেস্ট থেকে।
ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় সিরিজের প্রথম টেস্টে অংশ নিতে পারছেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয় টেস্টও মিস করতে পারেন তিনি।

এমন বাস্তবতায় বাবর আজম বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘পার্থক্য হচ্ছে তারা স্বাগতিক দল। তাদের আমরা হালকাভাবে নিতে পারি না। এটি ঠিক যে দলটি তারুণ্যনির্ভর। তবে নিজেদের হোম কন্ডিশনে খেলতে যাচ্ছে। তারা আমাদের কঠিন পরীক্ষায় ফেলে দিতে পারে, তাই আমাদেরকে মনোযোগী হতে হবে।’