স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে বাংলাদেশের উত্তরণে ঐতিহাসিক প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ।

বার্তা সংস্থা বাসসের খবরে জানানো হয়, প্রস্তাব গ্রহণের পর জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যায় এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের স্বাধীনতার ৫০তম বার্ষিকী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে এর চেয়ে ভালো উপায় আর কী হতে পারে।

নিউইয়র্ক থেকে টুইটার বার্তায় তিনি বলেন, এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ এবং জাতীয় আকাঙ্ক্ষার পরিপূর্ণতা।

জাতিসংঘের সরকারি ওয়েবসাইটে বলা হয়েছে, ২৪ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ বাংলাদেশ, লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক ও নেপালকে এলডিসির কাতার থেকে উত্তরণে প্রস্তাব গ্রহণ করেছে।

জাতিসংঘ বলেছে, পাঁচ বছরের প্রস্তুতিমূলক সময়ের পর স্বল্পোন্নত দেশের কাতার থেকে এই তিন দেশের উত্তরণ ঘটবে। সাধারণত প্রস্তুতির জন্য তিন বছরের সময় দেওয়া হয়। কিন্তু কোভিড-১৯-এর কারণে আর্থসামাজিক ক্ষতির কারণে প্রস্তুতির এ সময় বাড়িয়ে দেওয়া হয়েছে।