ইংল্যান্ডের সাবেক পেসার অ্যালান ইগলসডেন। ছবি : সংগৃহীত

মস্তিষ্কে টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ইংল্যান্ড ও কেন্টের সাবেক পেসার অ্যালান ইগলসডেন। তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।

১৯৯৯ সালে অ্যালান ইগলসডেনের মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এত বছর রোগের সঙ্গে লড়াই করছিলেন তিনি। খবর বাংলাদেশ প্রতিদিনের।

১৯৮৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভালে টেস্টে অভিষেক হয়েছিলেন ইগলসডেনের। এরপর ১৯৯৪ সালে ওয়েস্ট ইন্ডিজে সফরে আরও দুটি টেস্ট খেলেছিলেন তিনি। এ ছাড়া ইংলিশদের হয়ে চারটি ওয়ানডেতে প্রতিনিধিত্ব করেছিলেন এই ডানহাতি পেসার।