ট্রেন্ট বোল্ট ও মার্টিন গাপটিল। ছবি: সংগৃহীত

দুই অভিজ্ঞ ক্রিকেটার মার্টিন গাপটিল ও ট্রেন্ট বোল্টকে বাদ দিয়েই ঘরের মাঠে ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

আগামী শুক্রবার সফরকারী ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। খবর বাসসের।

দুই ফরম্যাটের দলেই রাখা হয়েছে হার্ড-হিটার ওপেনার ফিন অ্যালেনকে। গাপটিলের স্থলাভিষিক্ত হয়েছেন অ্যালেন। ইনিংসের শুরুতে অ্যালেন দ্রুত রান তুলতে পারায় তাঁর জায়গায় সদ্য শেষ হওয়া বিশ্বকাপে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি গাপটিল।

বোল্ট বাদ পড়ায় ২০১৭ সালের পর আবারও ওয়ানডে দলে ফিরেছেন অ্যাডাম মিলনে। এই বছরের শুরুর দিকে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেন বোল্ট।