ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। ছবি: সংগৃহীত

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে জি-টোয়েন্টি নেতাদের তাগিদ দিয়েছেন সম্মেলনের আয়োজক দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

তিনি বলেছেন, যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে।

স্থানীয় সময় মঙ্গলবার দেশটির বালিতে জি-টোয়েন্টি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তাগিদ দেন। খবর বাসসের।

সম্মেলনের উদ্বোধন অধিবেশনের প্রাক্কালে তিনি নেতাদের বলেন, ‘দায়িত্বশীল হওয়ার অর্থ কোনো এক পক্ষের একতরফা লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি করা নয়। এখানে দায়িত্বশীল হওয়ার অর্থ আমাদের অবশ্যই এ যুদ্ধের অবসান ঘটাতে হবে। যুদ্ধের অবসান ঘটাতে না পারলে বিশ্বের পক্ষে এগিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে।’

রাশিয়ার নাম উল্লেখ না করে উইদোদো বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে আরেকটি শীতল যুদ্ধের সুযোগ না দিতে সদস্যদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমাদের বিশ্বকে বিভিন্ন ভাগে বিভক্ত করা উচিত হবে না। আমাদের বিশ্বকে আরেকটি শীতল যুদ্ধে পড়তে দেওয়া অবশ্যই উচিত নয়।’