ইউক্রেনকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ। গতকাল সোমবার সাধারণ পরিষদে এ বিষয়ে একটি প্রস্তাব পাস হয়। খবর বাংলাদেশ প্রতিদিনের।

প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ৯৪টি দেশ। অন্যদিকে বিরুদ্ধে ভোট দিয়েছে ইরান, রাশিয়া, সিরিয়া, চীনসহ ১৪টি দেশ। আর ভারত, ব্রাজিলসহ ৭৩টি দেশ ভোটদানে বিরত ছিল।

জাতিসংঘে যে প্রস্তাব পাসের মাধ্যমে রাশিয়াকে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানানো হয়েছে, সেই প্রস্তাব মানতে বাধ্য নয় মস্কো। তবে যেহেতু সংখ্যাগরিষ্ঠ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে, সে কারণে এর কিছুটা রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্ব রয়েছে।

প্রস্তাব পাসের আগে জাতিসংঘে ইউক্রেনের রাষ্ট্রদূত বলেন, আগ্রাসনের মাধ্যমে রাশিয়া ইউক্রেনের সম্পদের ক্ষতি করেছে। এ ছাড়া ব্যাপকভাবে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এর বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ব্যবস্থা নিতে হবে এবং রাশিয়াকে জবাবদিহির আওতায় আনতে হবে। ইউক্রেনের পুনর্গঠনের জন্য মস্কোকে আর্থিকভাবে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে।