মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার (২৫ মে) বঙ্গবাজার বিপণিবিতান উদ্বোধন করবেন। এ উপলক্ষে শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বেশ কিছু রাস্তা বন্ধ থাকবে এবং ডাইভারশন দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৩) এ-সংক্রান্ত ট্রাফিক নির্দেশনা জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডাইভারশন দেওয়া রাস্তাগুলো হলো হাইকোর্ট ক্রসিং, গোলাপ শাহ মাজার ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতাল ক্রসিং, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির (অমর একুশে হল) সামনে, ফুলবাড়িয়া ক্রসিং, চানখাঁরপুল ক্রসিং ও নিমতলী ক্রসিং।

তাই নগরবাসীকে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।