এক মোটরসাইকেলচালককে হেলমেট পরিয়ে দেন শেরপুরের পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম। ছবি : সংগৃহীত

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শেরপুরে ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম উদ্বোধন করেছেন পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম।

বৃহস্পতিবার (২৩ মে) জেলা শহরের শহীদ দারোগা আলী পৌর পার্ক-সংলগ্ন পেট্রলপাম্পে হেলমেট বিতরণের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা করেন তিনি।

এরপর জেলার বিভিন্ন স্থানে মোটরসাইকেলচালকদের লিফলেট ও হেলমেট বিতরণ করেন তিনি। একই সঙ্গে পাম্পমালিকদের হেলমেট ছাড়া তেল না দেওয়ার আহ্বান জানান।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।