বগুড়ার সাতমাথায় বৃহস্পতিবার জেলা পুলিশের ট্রাফিক বিভাগে বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ছবি: বগুড়া জেলা পুলিশ

বগুড়ায় জেলা পুলিশের ট্রাফিক বিভাগে বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বগুড়া সাতমাথায় জেলা পুলিশের উদ্যােগে বডি ওর্ন ক্যামেরার উদ্বোধন করেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম।

পুলিশ সূত্রে জানা গেছে, বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের ফলে কর্তব্য পালনকালে প্রকৃত ঘটনার রেকর্ড সংরক্ষণ হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তব্যরত অফিসারের সার্বিক কার্যাবলি সম্পর্কে অবগত হতে পারবে। তল্লাশির সময় বাস্তব ঘটনা সংরক্ষণ হয়ে থাকবে এবং প্রয়োজনে পরে দেখা যাবে। পুলিশ ও জনগণের মধ্যে আস্থার জায়গা তৈরি হবে।

পাশাপাশি বডি ওর্ন ক্যামেরা পুলিশের আধুনিকায়ন পরিস্ফুটিত হবে। আধুনিক জিপিএস সংযুক্তি থাকার কারণে সব ভিডিও ফুটেজ নির্দিষ্ট সার্ভারে জমা থাকবে। নির্দিষ্ট স্টোরেজে ভিডিও ফুটেজ সংরক্ষণ থাকার কারণে সংশ্লিষ্ট কর্মকর্তারা সহজে পর্যবেক্ষণ করতে পারবেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বডি ওর্ন ক্যামেরা পরিয়ে দিচ্ছেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম। ছবি: বগুড়া জেলা পুলিশ

এ ছাড়া ট্রাফিক পুলিশের জনবলসংকট দূর করার লক্ষ্যে বগুড়া জেলা পুলিশ লাইনসের ২২ জন পুলিশ সদসকে (কনস্টেবল) ট্রাফিক পুলিশ বিভাগে সংযুক্ত করা হয়েছে। যুক্ত হওয়া সদস্যরা যাতে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য ট্রাফিক ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্স চালু করা হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলার পুলিশ লাইনস অডিটরিয়ামে তিন দিনব্যাপী এই কোর্সের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম।
বগুড়া জেলা পুলিশ লাইনস অডিটরিয়ামে বুধবার ট্রাফিক ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের উদ্বোধন করা হয়। ছবি: বগুড়া জেলা পুলিশ

এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরাফত ইসলাম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, প্রবীণ সাংবাদিক আখতারুজ্জামান, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম, সদর ফাঁড়ির ইনচার্জ তাজমিলুর রহমান প্রমুখ।