পুনাক সভানেত্রী জীশান মির্জার উদ্যোগে বগুড়ার সোনাতলায় ২১ প্রতিবন্ধীকে সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম। ছবি: বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ২১ প্রতিবন্ধীতে নিত্যপণ্য, বস্ত্রসামগ্রী ও নগদ অর্থ সহায়তা দিয়েছে। পুনাক সভানেত্রী জীশান মির্জার উদ্যোগে ৩০ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে বগুড়ার সোনাতলা থানার ছোট বালুয়া গ্রামের ওই প্রতিবন্ধীদের হাতে সহায়তা পৌঁছে দেওয়া হয়।

পুনাক সভানেত্রী জীশান মির্জার পক্ষে বগুড়ার সোনাতলার ২১ প্রতিবন্ধীর হাতে নিত্যপণ্য, বস্ত্রসামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

সংশ্লিষ্ট সূত্র জানায়, ছোট বালুয়া গ্রামে পুনাকের সহায়তা পাওয়া ওই ২১ প্রতিবন্ধীর মধ্যে ১৯ জন দৃষ্টিপ্রতিবন্ধী। বাকি দুজন শারীরিক প্রতিবন্ধী। তাঁদের সহায়তা প্রদান অনুষ্ঠানে পুনাক সভানেত্রী জীশান মির্জা ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন।
পুনাক সভানেত্রী জীশান মির্জার পক্ষে বগুড়ার সোনাতলার ২১ প্রতিবন্ধীর হাতে নিত্যপণ্য, বস্ত্রসামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

পুনাক সভানেত্রী জীশান মির্জা বলেন, ‘করোনাকালে সম্মুখযোদ্ধা হিসেবে পুলিশ সদস্যরা দিনরাত মানবিক কাজে নিজেদের আত্মনিয়োগ করেছেন। পুলিশ পরিবারের সংগঠন হিসেবে পুনাক সর্বদাই সেবামূলক ও মানবিক কাজে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশ ও পুনাক অবিচ্ছেদ্য দুটি সত্তা।’পুনাক সভানেত্রী এ সময় গণমাধ্যমকর্মীদের বাংলাদেশ পুলিশ ও পুনাকের মানবিক কার্যক্রমে উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ জানান।

পুনাক সভানেত্রী জীশান মির্জার উদ্যোগে সহায়তা পাওয়া বগুড়ার সোনাতলার ২১ প্রতিবন্ধীর কয়েকজন। ছবি: বাংলাদেশ পুলিশ

অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন পুনাক রাজশাহী বিভাগীয় সভানেত্রী নূরজাহান আক্তার হীরা, বগুড়া পুনাকের সভানেত্রী ও এআইজি (ক্রাইম ওয়েস্ট), পুলিশ হেডকোয়ার্টার্স সুনন্দা রায়। সোনাতলা থানার ছোট বালুয়া গ্রামে দৃষ্টিপ্রতিবন্ধীদের সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম ও জেলা পুলিশের কর্মকর্তারা, বগুড়া জেলা পুনাকের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও এলাকাবাসী।
পুনাক সভানেত্রী জীশান মির্জার পক্ষে বগুড়ার সোনাতলার ২১ প্রতিবন্ধীর হাতে নিত্যপণ্য, বস্ত্রসামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রতিনিধি মোশাররফ পুনাক সভানেত্রীর এই মানবিক কার্যক্রমের জন্য গভীর কৃতজ্ঞতা জানান এবং তাদের চিকিৎসার ক্ষেত্রে সম্ভাব্য পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানান। পুনাক সভানেত্রী তাদের সম্ভাব্য চিকিৎসা ও পুনর্বাসনে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।