নির্বাচনী সমাবেশে মাখোঁ। ছবি: সংগৃহীত

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ শনিবার তাঁর দেশের নির্বাচনী প্রচারণার প্রথম সমাবেশটি করেছেন। তাঁর ডানপন্থী প্রতিদ্বন্দ্বী মেরিন লে পেন।

নির্বাচনের এক সপ্তাহ আগেও তিনি অপ্রতিরোধ্যভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। কিন্তু ইউক্রেন যুদ্ধ তাঁকে নির্বাচনী ডামাডোল থেকে কিছুদিনের জন্য বিচ্ছিন্ন করে ফেলেছিল। কারণ, প্রেসিডেন্ট প্রাসাদে বসে তাঁকে কূটনীতি নিয়েই ব্যস্ত থাকতে হয়েছিল। খবর বাসসের।

মধ্যপন্থী মাখোঁকে এখন তাই শেষ মুহূর্তের প্রচারণায় সক্রিয় হতে দেখা গেল। এদিকে লে পেন জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন মৌলিক বিষয় নিয়ে মাঠ গরম করে চলেছেন।