সেঞ্চুরির পর উদযাপন করছেন মাহমুদুল হাসান জয়। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করেছেন মাহমুদুল হাসান জয়। ডারবান টেস্টের তৃতীয় দিনে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন তিনি। এত দিন দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৭৭ রানের ইনিংসের মালিক ছিলেন বর্তমান টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

আজ মুমিনুলকে ছাড়িয়ে গেলেন ২১ বছর বয়সী জয়। ২৬৯ বল খেলে সেঞ্চুরি করার পথে ১০টি চার ও ১টি ছয় মারেন তিনি। সব মিলিয়ে তাঁর ব্যাটে ভর করে ২৯৮ রান করে বাংলাদেশ। আউট হওয়ার আগে ১৩৭ রানের ইনিংস খেলেন তিনি।

২০২১ সালের ডিসেম্বরে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয় জয়ের। দুই ইনিংসে ০ ও ৬ রান করেছিলেন তিনি। এরপর মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৮ রান করেন। ক্যারিয়ারের চতুর্থ ইনিংস খেলতে নেমেই তিন অংকের দেখা পেলেন এই তরুণ ব্যাটার।