প্রতীকী ছবি

পবিত্র রমজান উপলক্ষে রাস্তায় অন্তরায় সৃষ্টি করে ইফতারসামগ্রী তৈরি, ক্রয়, বিক্রয় ও বিতরণ নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, ‘সিয়াম সাধনার আধ্যাত্মিক পরিমণ্ডলে সংযম, ধর্মচর্চা ও বহুমাত্রিক আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিশুদ্ধি অর্জনের সময় হিসেবে রমজান মুসলমানদের কাছে পবিত্রতম মাস। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বন্দরনগরী চট্টগ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও স্বতঃস্ফূর্তভাবে মুসলমানরা যাতে দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম নির্বিঘ্ন ও নিরুপদ্রব রেখে রোজা পালন করতে পারেন, নগরবাসীরা মোটরযান ও অযান্ত্রিক চলাচল মাধ্যমে নিরাপদে যাতায়াত করতে পারেন এবং পথচারীরা অবাধে গমনাগমন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধিক্ষেত্রের সব ধরনের ফুটপাত ও বিভিন্ন স্থাপনার সামনে ইফতারসামগ্রী তৈরি, ক্রয় ও বিক্রয় থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।’