গোলের পর উদযাপন করছেন আনসু ফাতি। ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে ক্লাব ছেড়েছেন ছয়বারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি। চ্যাম্পিয়নস লিগের প্রথম তিন ম্যাচে মাত্র এক জয়। শঙ্কা দেখা দিয়েছে ইউরোপা লিগে খেলার। অন্যদিকে, বাজে পারফরম্যান্সের জন্য ছাঁটাই হয়েছেন কোচ রোনাল্ড কোমান। দল চলছে অন্তর্বর্তী কোচের অধীনে। সব মিলিয়ে সময়টা মোটেও ভালো যাচ্ছে না বার্সেলোনার। তবে আশার আলো দেখাচ্ছেন বিস্ময় বালক আনসু ফাতি। তাঁর একমাত্র গোলে মঙ্গলবার রাতে ডায়নামো কিয়েভকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে খেলার আশা বাঁচিয়ে রেখেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

ম্যাচে ৬৬ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৫টি শট নেয় বার্সেলোনা, যার ৪টি ছিল লক্ষ্যে। আর ডায়নামোর ১১ শটের ৩টি লক্ষ্যে ছিল।

৩২তম মিনিটে মেমফিস ডিপাইয়ের ফ্রি কিকে ডি-বক্সে ডিফেন্ডার ক্লেমোঁ লংলের ডাইভিং হেডে বল পোস্টে লাগে। বিরতির আগে সফরকারীদের সামনে সুযোগ আসে আরেকটি। অস্কার মিনগেসার ক্রসে কাছ থেকে নিকো গনসালেসের হেডে বল লাগে নিজেদের খেলোয়াড় মেমফিসের পায়ে। অন্যথায় যেতে পারত জালে।

৬৪তম মিনিটে ফাতি প্রতিপক্ষের ডি-বক্সে পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরে ভিএআরে সিদ্ধান্ত পাল্টায়। ফাতি নিজেই প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ে মেরেছিলেন।

পরের মিনিটে গাভিকে তুলে উসমান দেম্বেলেকে নামান বার্সেলোনা কোচ। এর চার মিনিট পরই এগিয়ে যায় তারা। ডান দিক থেকে মিনগেসার ক্রসে প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ে লেগে বল পেয়ে যান ফাতি। ১০ গজ দূর থেকে ডান পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন তরুণ ফরোয়ার্ড।

চলতি চ্যাম্পিয়নস লিগে এটি বার্সেলোনার দ্বিতীয় গোল। গত মাসে ডায়নামোর বিপক্ষে ঘরের মাঠে একমাত্র গোলটি করেছিলেন ডিফেন্ডার পিকে।

বাকি সময়ে তারা আর সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। ৮২তম মিনিটে আরেকটি দুর্দান্ত সেভে ব্যবধান ধরে রাখেন টের স্টেগেন। ডি-বক্সের ভেতর থেকে ভিক্তরের শট এক হাতে ফিরিয়ে দেন জার্মান গোলরক্ষক।

৪ ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেমে গেছে বেনফিকা। ডায়নামোর ১ পয়েন্ট। আগামী ২৩ নভেম্বর বেনফিকাকে হারাতে পারলে নকআউট পর্বের টিকিট নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনারও।

আরেক ম্যাচে রবার্ট লেভানদোভস্কির হ্যাটট্রিকে বেনফিকাকে ৫-২ গোলে হারিয়ে নকআউট পর্বের টিকেট নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।

অপর ম্যাচে, পাওলো দিবালার জোরা গোলে জেনিত সেন্ট পিটার্সবুর্গকে ৪-২ গোলে হারিয়ে ‘এইচ’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে জুভেন্টাস।