আফগানিস্তানের বাজারে মার্কিন ডলার মুদ্রা ব্যাপক হারে ব্যবহৃত হয়। এএফপির ফাইল ছবি

আফগানিস্তানে বিদেশি মুদ্রা নিষিদ্ধ করেছে তালেবান। বিশেষজ্ঞরা মনে করছেন, অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা আফগানিস্তানের পরিস্থিতি এই সিদ্ধান্তে আরও নাজুক হয়ে পড়বে। খবর বিবিসির।

তালেবান এক বিবৃতিতে বলেছে, ‘অর্থনৈতিক অবস্থা ও জাতীয় স্বাস্থ্য বিবেচনায় দেশের সব নাগরিককে যেকোনো ধরনের লেনদেনে আফগানি মুদ্রা ব্যবহার করতে হবে।’

অনলাইনে পোস্ট করা ওই বিবৃতিতে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আরও বলেন, ‘ইসলামিক আমিরাত (আফগানিস্তান) তার সব নাগরিক, দোকানি, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে আফগান মুদ্রায় লেনদেন এবং বিদেশি মুদ্রা দিয়ে লেনদেন থেকে বিরত থাকতে কঠোর নির্দেশ দিচ্ছে। এই নির্দেশ অমান্য করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

তালেবান গত ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়। এর পরপরই দেশটিতে বিদেশি সব সহায়তা বন্ধ হয়ে যায়। পাশাপাশি যুক্তরাষ্ট্রে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভও আপাতত আটকে আছে। ফলে সংকটে পড়ে অর্থনীতি। এদিকে আফগানিস্তানের বাজারে যুক্তরাষ্ট্রের মুদ্রা মার্কিন ডলার ব্যাপকভাবে ব্যবহৃত হয়। পাকিস্তানের সঙ্গে সীমান্ত এলাকাসহ আফগানিস্তানের বিভিন্ন সীমান্ত এলাকায়ও লেনদেনে ডলার ব্যবহৃত হয়।