ড্যারেল ব্রুকস

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে ক্রিসমাস প্যারেডে গাড়ি হামলার ঘটনায় হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ওই ব্যক্তির নাম ড্যারেল ব্রুকস (৩৯)। তিনি ইচ্ছা করেই প্যারেডে মানুষজনের ওপর গাড়ি চালিয়ে দেন বলে অভিযোগ আনা হয়েছে। পুলিশ বলছে, এই হামলার সঙ্গে সন্ত্রাসবাদের সম্পর্ক নেই।

গত রোববার ওই হামলায় ৫ জন নিহত ও ৪৮ জন আহত হন। আহত ১০ শিশুকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বরাত দিয়ে কালের কণ্ঠ এ কথা জানিয়েছে।

উইসকনসিনের ওয়াকেশার পুলিশ জানায়, ড্যারেল ব্রুকস পারিবারিক নির্যাতনের এক মামলায় জামিনে ছিলেন। পুলিশ প্রধান ড্যানিয়েল টমসন বলেছেন, ‘ইচ্ছাকৃতভাবে’ ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দিয়ে পাঁচজনকে ‘হত্যার’ অভিযোগ আনা হয়েছে ড্যারেল ব্রুকসের বিরুদ্ধে। তবে এর সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই।

ক্রিসমাস প্যারেডে গাড়ি হামলায় যে পাঁচজন মারা গেছেন, তাঁদের বয়স ৫২ থেকে ৮১ এর মধ্যে। আরও ৪৮ জন আহত হয়েছেন, এদের মধ্যে শিশুও রয়েছে। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।