জর্জিয়া মেলোনি। ছবি : সংগৃহীত

জর্জিয়া মেলোনি গতকাল শুক্রবার ইতালির প্রধানমন্ত্রী মনোনীত হয়েছেন। তিনি দেশটির প্রথম নারী সরকারপ্রধান। খবর বাসসের।

বেনিতো মুসোলিনের পর প্রথম পোস্ট-ফ্যাসিস্ট ‘ব্রাদার্স অব ইতালি পার্টি’ ২৫ সেপ্টেম্বরের আইনসভা নির্বাচনে জয়ী হয়েছিল কিন্তু সরকার গঠনের জন্য দলের বাইরের জোটের সমর্থনের প্রয়োজন ছিল। ব্রাদার্স অব ইতালি পার্টি ইউরোসেপ্টিক এবং অ্যান্টি-ইমিগ্রেশন বা অভিবাসন বিরোধী।

মেলোনির নিয়োগ ইউরোজোনের তৃতীয় বৃহত্তম অর্থনীতি এবং ব্রাদার্স অব ইতালি পার্টির জন্য একটি ঐতিহাসিক ঘটনা। এই দল আগে কখনো সরকারে ছিল না।

এদিকে প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পরপরই রোম থেকে মেলোনি তাঁর মন্ত্রীদের নাম ঘোষণা করেছেন।