জব্দ করা অস্ত্রের সরঞ্জামসহ দুই আসামি। ছবি : যশোর জেলা পুলিশ

রিমান্ডে থাকা আসামির দেওয়া তথ্যে যশোরের কোতোয়ালি থানা এলাকা থেকে অস্ত্র তৈরির সরঞ্জামাদি জব্দ করেছে পুলিশ।

যশোর মিডিয়া সেলের পক্ষে পুলিশ সুপারের সই করা বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ তথ্য জানানো হয়।

পুলিশ জানিয়েছে, অস্ত্র আইনে করা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সোলায়মান আক্কাস আসামি আব্দুল আজিজ ও কুদ্দুস আলীকে রিমান্ডে নেন। রিমান্ডে আসামিরা প্রাথমিকভাবে জানান যে, মামলার ঘটনাস্থলে উল্লেখিত ওয়ার্কশপের মধ্যে মাটির নিচে পিস্তল তৈরির সরঞ্জাম রাখা আছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত ১১টা ১০ মিনিটের দিকে জেলার কোতোয়ালি মডেল থানাধীন পশ্চিম বারান্দিপাড়া সাকিনে অবস্থিত রাঙ্গামাটি গ্যারেজের পাশে নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ভেতর থেকে অস্ত্র তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়।

রিমান্ডে থাকা আসামিরা হলেন মো. আব্দুল আজিজ (৪৪) ও মো. কুদ্দুস আলী (৩০), তাঁরা জেলার কোতোয়ালি থানার বাসিন্দা।

অস্ত্রের সরঞ্জামাদি জব্দের ঘটনায় কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।