সিরিয়ায় সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনী কয়েক দফায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রয়টার্সের ফাইল ছবি

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি বাহিনী গত শনিবার দামেস্কের উপকণ্ঠে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সিরিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

এর আগে গত ১৪ অক্টোবর সিরিয়ার মধ্যাঞ্চলে ইরানি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় নয়জন নিহত হয়।