ফরিদপুরে শারদীয় দুর্গোৎসবে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ। ছবি: পুলিশ নিউজ

সারা বাংলাদেশের মতো ফরিদপুর জেলাতেও প্রতিমা বিসর্জনের মাধ্যমে মঙ্গলবার শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ ছিল বিজয়া দশমী।

আজ সদরকেন্দ্রিক বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, ফরিদপুরের এসপি মো. শাহজাহান। ওই সময় পুলিশ সুপার আলিমুজ্জামান ব্রিজ সংলগ্ন প্রতিমা বিসর্জন ঘাটে প্রতিমা বিসর্জন করেন।

এ সময় পুলিশ সুপার পূজামণ্ডপের সভাপতি, সেক্রেটারি ও মণ্ডপে আগত সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দদের সঙ্গে বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় করেন।

ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব উদযাপনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে পোশাকধারী পুলিশ মোতায়েন করা হয়। তা ছাড়া সমগ্র জেলায় পুলিশের টিম দায়িত্ব পালন করেছে। এ ছাড়াও প্রতিদিন জেলার সকল থানার অফিসার ইনচার্জ, সার্কেলের সহকারী পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপাররা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের মাধ্যমে আইনশৃঙ্খলা ঠিক রাখাসহ নিরাপত্তা নিশ্চিত করেন। উৎসব যেন নির্বিঘ্নে উদযাপন করা যায়, সেই লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।