পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা মদ। ছবি : বাংলাদেশ পুলিশ

খাগড়াছড়ির মানিকছড়ি থানা-পুলিশের তৎপরতায় ১৫০ লিটার চোলাই মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি প্রাইভেট কার জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) ভোরে মানিকছড়ি থানাধীন যোগ্যাছোলা ইউনিয়নের গাড়িটানা এলাকা সংলগ্ন চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন রাঙামাটির কাউখালী থানা এলাকার মো. মিজান (২৬) ও আবু তৈয়ব (২৭) এবং চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকার রাজীব রবি দাশ (৩০)।

মাদক পাচারে ব্যবহৃত প্রাইভেট কার। ছবি : বাংলাদেশ পুলিশ

মানিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) সুমন কান্তি দে জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে চেকপোস্ট বসানো হয়। এ সময় দুটি প্রাইভেট কারকে থামার সংকেত দেওয়া হয়। সংকেত অমান্য করে পালানোর চেষ্টাকালে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় ১৫০ লিটার চোলাই মদ। সংশ্লিষ্ট আইনে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।