প্রতিবন্ধী কিশোরকে পরিবারের কাছে ফিরিয়ে দিচ্ছে পুলিশ। ছবি : বাংলাদেশ পুলিশ

চাঁদপুরের হাইমচরে হারিয়ে যাওয়া প্রতিবন্ধী কিশোর আয়েনকে (১৪) পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে ওই কিশোরকে তাঁর পরিবারের কাছে সোপর্দ করেন নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন।

ভুক্তভোগী আয়েনের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর থানাধীন চর আবাবিল গ্রামে। বাবার নাম আ. আলী হোসেন।

নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন জানান, গত বুধবার (৪ অক্টোবর) বিকেলে চরভৈরবী এলাকায় এক প্রতিবন্ধী কিশোর এলোমেলোভাবে চলাফেরা করছে, এমন খবর পেয়ে আমরা মাইকিং করি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করি। আয়েনকে চিনতে পেরে তার পরিবারের লোকজন আমাদের সঙ্গে যোগাযোগ করে। এরপর আয়েনকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

আয়েনের দাদা জানান, চার দিন আগে বাড়ি থেকে হারিয়ে যায় আয়েন। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার খোঁজ মেলেনি। আয়েনকে ফিরিয়ে দেওয়ায় নীলকমল নৌ পুলিশকে ধন্যবাদ জানান তিনি।