পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ইজিবাইক চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি চোরাই ইজিবাইক।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) খুলনার খালিশপুর এবং যশোর সদর ও অভয়নগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন যশোরের কোতোয়ালি থানা এলাকার মো. রায়হান হোসেন বাবু (৩০) ও মো. সাগর হোসেন (২৬), অভয়নগর থানা এলাকার মো. সুমন সরদার (২৫) এবং খুলনার দিঘলিয়া থানা এলাকার মো. লিটন শিকদার (৩৮)।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার জানান, গত ৪ জুলাই রাতে যশোরের বাঘারপাড়া থানাধীন বাবলাতলা এলাকার বাহারুল শিকদারকে চেতনানাশক পান করিয়ে তাঁর ইজিবাইক নিয়ে যায় একদল চোর। ওই দিনই বাঘারপাড়া থানায় মামলা করেন ভুক্তভোগী। তদন্তের এক পর্যায়ে খুলনার খালিশপুর এবং যশোর সদর থানাধীন নরেন্দ্রপুর ও অভয়নগর থানাধীন সিদ্ধিরপাশা এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় তিনটি চোরাই ইজিবাইক।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তাঁরা পেশাদার চোর চক্রের সদস্য। ইজিবাইকচালকদের চেতনানাশক পান করিয়ে ইজিবাইক চুরি করতেন তাঁরা।

ওসি রুপন কুমার সরকার জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।