দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কুড়িগ্রাম পুলিশ লাইনস ড্রিলশেডে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। ছবি : বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামে আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ লাইনস ড্রিলশেডে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

কুড়িগ্রাম পূজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস; হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি ছানালাল বকসী ও সাধারণ সম্পাদক অলক সরকার, উলিপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে; কুড়িগ্রাম সদর দক্ষিণ পাড়া পূজা কমিটির সভাপতি শ্যামল ভৌমিক; রাজারহাট হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি সুরপশ চন্দ্র মোহন্ত; ফুলবাড়ী নববাজার রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি সুবোধ বণিক; ফুলবাড়ী বাজার কেন্দ্রীয় কালী মন্দিরের সহসভাপতি গন্ধরাজ দাস; কচাকাটা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কর্মকার ও সাধারণ সম্পাদক আনন্দ কুমার; ভূরুঙ্গামারী পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সাহা ও সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র প্রসাদ; উলিপুর হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি পার্থ সারথি সরকার; চিলমারী হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি কর্ণধর বর্মা ও সহসভাপতি ধীরেন্দ্রনাথ চক্রবর্তী; রৌমারী পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সাহা ও সাধারণ সম্পাদক পরেশ সাহা; রাজিবপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস; ফুলবাড়ী পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক ভারত চন্দ্র রায়, নাগেশ্বরী পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন আচার্য্য ও সাধারণ সম্পাদক তারেকেশ্বর সাহা প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রুহুল আমীন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সুমন রেজা, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মোর্শেদুল হাসান পিপিএম, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

জেলার বিভিন্ন পূজামণ্ডপে টহল কার্যক্রম জোরদার করায় জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পূজা উদযাপন পরিষদের নেতারা। এ ছাড়া জেলার সব পূজামণ্ডপকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার কথা জানান তাঁরা।

দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। ছবি : বাংলাদেশ পুলিশ

এ সময় পুলিশ সুপার বলেন, এরই মধ্যে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কয়েক স্তরের নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিদিন পূজামণ্ডপ পরিদর্শন করা হচ্ছে। একই সঙ্গে সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। পূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না। পাশাপাশি গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম প্রমুখ।