রমজানের প্রথম দিনে দরিদ্রদের মধ্যে খেজুর বিতরণ করে ট্যুরিস্ট পুলিশ। ছবি: পুলিশ নিউজ

রোজার প্রথম দিনে করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মধ্যে খেজুর বিতরণ করেছে ট্যুরিস্ট পুলিশ।

সকালে মেঘলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে শতাধিক মানুষের মধ্যে খেজুর বক্স বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম।

কর্মহীন ও দুস্থদের মধ্যে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বান্দরবান রিজিওন ট্যুরিস্ট পুলিশ। সামাজিক দূরত্ব বজায় রেখে এ জেলার সাতটি থানা থেকে আগতদের মধ্যে এসব পণ্য বিতরণ করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, ‘নিজস্ব অর্থায়নে এ মানবিক কার্যক্রম শুরু করা হলো এবং পরবর্তী সময়ে তা চলমান থাকবে। মানুষের আন্তরিকতা পুলিশের এ কার্যক্রম চালিয়ে নিতে সাহায্য করছে।
‘আমরা ইতোমধ্যে শীতবস্ত্র বিতরণ, কম্বল বিতরণ, শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ ও বৃত্তি অর্থ প্রদানসহ ট্যুরিস্ট পুলিশকে পরিচিত করার উদ্দেশ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছি।’