উঠতি বয়সের যুবকদের রাস্তার মোড়ে রাত্রিকালীন আড্ডা ও মোবাইল আসক্তি বন্ধ করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশ সচেতনতামূলক অভিযান চালিয়েছে।

জেলার সকল থানায় পুলিশের নেতৃত্বে সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা অফিসার, প্রবেশন অফিসারসহ অন্যদের নিয়ে সন্ধ্যাকালীন সম্মিলিত প্রিভেনটিভ টহল পরিচালিত হয়।

এ সময় এলাকার বিভিন্ন মোড়ে, পার্কে, স্টেশনে, চায়ের দোকানে উঠতি বয়সের কিশোর-কিশোরীদের রাত্রিকালীন ঘোরাফেরা, মাদক, জুয়া, উগ্রবাদ, গ্যাং কালচার অনলাইন আসক্তি, পর্নোগ্রাফি, সাইবার ক্রাইম বন্ধ করার লক্ষ্যে পুলিশ তাদের অভিভাবকদের সাথে কথা বলে তাদের সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ রাখতে সমাজের সম্মানিত নাগরিক ও পিতামাতাকে অনুরোধ করেন।

অভিযান চালানোর সময় সদর, উলিপুর, রাজারহাট, ফুলবাড়ীর প্রায় ৫০ জন শিক্ষার্থীকে তাদের পিতামাতার মাধ্যমে বাসায় পাঠিয়ে দেওয়া হয়।