অন্য ধর্মের মানুষকে আঘাত দেওয়া ইসলামবিরোধী উল্লেখ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে ধর্ম পালন করার আহ্বান জানিয়েছেন।

আজ সোমবার (১৭ এপ্রিল) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে চতুর্থ ধাপে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর ইন্ডিপেনডেন্ট অনলাইনের।

এ সময় মাননীয় প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে ধর্ম পালন করতে হবে। কিছু লোক জঙ্গিবাদে জড়িয়ে ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে। কেউ যেন ধর্মের অপব্যাখ্যা করে ইসলামবিরোধী কাজ করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। জঙ্গিবাদ প্রতিরোধে মসজিদে খুতবায় ধর্মের শান্তির বাণী মুসল্লিদের কাছে তুলে ধরতে ইমামদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের ঘোষণা অনুযায়ী দেশের সব জেলা ও উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করছে সরকার। এর লক্ষ্য ইসলামের শান্তির বাণী সবার কাছে পৌঁছে দেওয়া।

এর আগে তিন ধাপে ১৫০টি মসজিদ উদ্বোধন করেন সরকারপ্রধান।

ইসলাম অপচয়বিরোধী উল্লেখ করে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, খাদ্য, পানি ও বিদ্যুৎ অপচয় না করে এগুলো ব্যবহারে মিতব্যয়ী হতে হবে।