পাবনা ডিসির কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত এসপিসহ অন্য কর্মকর্তারা। ছবি: পুলিশ নিউজ

রমজান মাসে পাবনা শহরে যানজট নিরসন, ভেজাল খাদ্য বিক্রি বন্ধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে স্থানীয় পুলিশ, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন।

সকালে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে এ সভা হয়। এতে বক্তব্য দেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, পাবনা চেম্বারের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আক্তার, পৌর মেয়র শরীফ প্রধান, জেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদসহ অনেকে।

সভায় রমজান মাসে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বাজার পরিদর্শন করা হয়।

পাবনা ডিসির কার্যালয়ে মতবিনিময় সভা শেষে বাজার পরিদর্শন। ছবি: পুলিশ নিউজ