সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হলেও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে খেলা নিয়ে ধোঁয়াশা ছিল সাকিব আল হাসানের।

শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবের খেলা নিয়ে নাটকীয়তার অবসান ঘটালেন মুমিনুল হক।

শনিবার (১৪ মে) সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক জানিয়ে দিয়েছেন, প্রথম টেস্টে খেলবেন সাকিব।

তিনি বলেন, ‘অনুশীলনে সাকিব ভাইকে দেখে তো আমার কাছে ভালোই মনে হয়েছে।’

এরপর প্রথম টেস্টে সাকিবের খেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ, তিনি খেলবেন।’

নতুন করে প্রশ্ন উঠেছে করোনা থেকে সুস্থ হওয়া সাকিব কি খেলার মতো ফিট আছেন? শুক্রবার (১৩ মে) বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন, ৫০/৬০ ভাগ ফিট সাকিবকে চান না তিনি।

শতভাগ ফিট সাকিবকে যেকোনো দলই চাইবে জানিয়ে ডমিঙ্গো জানান, সম্পূর্ণ ফিট না হলে সাকিবকে খেলাতে তিনি রাজি নন।

সাকিব শতভাগ ফিট কি না, জানতে চাওয়া হয় মুমিনুলের কাছে। উত্তরে তিনি বলেন, ‘কোচ বলেছিলেন (সাকিব) যদি ফিট থাকে, তাহলে খেলতে পারবেন। আজ আমরা তো দেখলাম। আমার দেখে তা-ই মনে হয়েছে।’

যুক্তরাষ্ট্রে ঈদের ছুটি কাটিয়ে গত সোমবার (৯ মে) দেশে ফেরেন সাকিব। পরদিন মঙ্গলবার (১০ মে) করোনা পজিটিভ হন দেশসেরা এই অলরাউন্ডার।

করোনায় আক্রান্তের মাত্র তিন দিনেই সাকিব করোনা নেগেটিভ হন।