গোলের পর উদযাপন করছেন বার্সেলোনার ফুটবলাররা। ছবি: সংগৃহীত

বিলবাওয়ের বিপক্ষে মৌসুমের প্রথম দুই দেখায় একবারও জিততে পারেনি বার্সেলোনা। লা লিগায় ১-১ ড্রয়ের পর গত জানুয়ারিতে দলটির বিপক্ষে হেরেই কোপা দেল রের শেষ ষোলো থেকে বিদায় নেয় কাতালানরা। এবারের জয়ে সেই ক্ষতে কিছুটা প্রলেপ দিতে পারল জাভি হার্নান্দেজের শিষ্যরা।

রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে লা লিগার ম্যাচটি ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা। প্রথমার্ধে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন দেম্বেলে। বাকি দুই গোল করেন লুক ডি ইয়ং ও মেমফিস ডিপাই।

গত রোববার লা লিগায় ভালেন্সিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পর বৃহস্পতিবার ইউরোপা লিগে নাপোলিকে ৪-২ ব্যবধানে হারায় কাতালান ক্লাবটি। আবারও প্রতিপক্ষের জালে চারবার বল পাঠিয়ে মৌসুমে প্রথমবারের মতো টানা তিন জয়ের স্বাদ পেল বার্সেলোনা।

দারুণ এই জয়ে লিগ টেবিলেও তৃতীয় স্থানে থাকা দলের সঙ্গে ব্যবধান কমাল বার্সেলোনা। ২৫ ম্যাচে ১২ জয় ও ৯ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বার্সা। এক ম্যাচ বেশি খেলা রিয়াল বেতিসের পয়েন্ট ৪৬। ২৬ ম্যাচেই ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। তাদের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে দুইয়ে সেভিয়া।