পুলিশি হেফাজতে আসামি সুমন। ছবি: বাংলাদেশ পুলিশ

নোয়াখালীর সুধারাম থানা-পুলিশের অভিযানে সাত মামলার আসামি, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুমন ওরফে জম সুমনকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে অস্ত্র ও কার্তুজ জব্দ করা হয়।

শুক্রবার (১৩ মে) দিবাগত রাতে সুধারাম থানাধীন মাইজদী শহরস্থ মুক্তিযোদ্ধা কলোনি এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের নিত্যনন্দনপুর গ্রামে।

জব্দ করা অস্ত্র ও কার্তুজ। ছবি: বাংলাদেশ পুলিশ

শনিবার (১৪ মে) নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, পিপিএম নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সুধারাম মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে কথা বলছেন নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, পিপিএম। ছবি: বাংলাদেশ পুলিশ

পুলিশ সুপার আরও জানান, সুমনের বিরুদ্ধে অস্ত্র, মাদক, হত্যা, নারী নির্যাতনসহ সাতটি মামলা রয়েছে।